হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে গতকাল ৩রা জানুয়ারী সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালন করে উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা। মানববন্ধন চলাকালে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালেদুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি শাহজাহান মিয়া ও সদস্য সচিব ফরিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।