ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ী সদরের খানগঞ্জ ও চন্দনী ইউপি’র শীতার্থদের মাঝে এমপি কেরামত আলীর কম্বল বিতরণ
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০১-০৭ ১৪:০৯:৩১
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ব্যক্তিগত উদ্যোগে গতকাল ৭ই জানুয়ারী সদর উপজেলার খানগঞ্জ ও চন্দনী ইউনিয়নের শীতার্থ দুস্থ-অসহায় মানুষের মধ্যে ৮শতাধিক কম্বল বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী ব্যক্তিগত উদ্যোগে গতকাল ৭ই জানুয়ারী সদর উপজেলার খানগঞ্জ ও চন্দনী ইউনিয়নের শীতার্থ দুস্থ-অসহায় মানুষের মধ্যে ৮শতাধিক কম্বল বিতরণ করেন।

  কম্বল বিতরণ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন। 

  খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরামুজ্জামান রঞ্জু চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম তাহাবুর, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুর রহমান সোহান, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক প্রামানিক, সাবেক চেয়ারম্যান খন্দকার গোলাম কিবরিয়া বাবলু, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন সিকদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিনাত আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। 

  বিকালে চন্দনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বল বিতরণের অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, অন্যান্যর মধ্যে চন্দনী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুর রব, বিদায়ী চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী ওরফে ভিপি সিরাজ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন সিকদার, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সভাপতি সোলায়মান মিয়া সূর্য ও সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন। 

  কম্বল বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আজ ৭ই জানুয়ারী আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের ৩বছর পূর্ণ হলো। আমরা শুধু মুখে বড় বড় কথা বলি না, জনগণের জন্য কাজ করি। আমি সবসময় খানগঞ্জ ও চন্দনী ইউনিয়নবাসীর কল্যাণে সঙ্গে আছি। 

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
 রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
সর্বশেষ সংবাদ