রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির নির্বাচনে গত ৫ই জানুয়ারী রাতে শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করাকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনায় থানায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে।
পাংশায় নির্বাচনে দায়িত্বে আসা ঢাকার আরআরএফ’র এএসআই হায়দার আলী, বিলগজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে থাকা পাংশার সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার (ক্যাশ) মুস্তাফিজুর রহমান, শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে থাকা পাংশার সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ইমদাদুল হক বাপ্পী ও পাটিকাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে থাকা মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
জানা যায়, এএসআই হায়দার আলী বাদী হয়ে করা মামলা নং-১০, তাং-৬/১/২০২২ খ্রিঃ। ধারাঃ ১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৫৩/৪২৭/পেনাল কোড-১৮৬০। এ মামলায় মিজানুর রহমান বকুলসহ ১৪জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরও ২০০/৩০০ জনকে আসামী করা হয়েছে।
সফুরা খাতুন বাদী হয়ে দায়ের করা মামলা নং-১২, তাং-৬/১/২০২২ খ্রিঃ। ধারা ১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৫৩/৩৭৯/১১৪ পেনাল কোড-১৮৬০। এ মামলায় সজিব হোসেনসহ অজ্ঞাতনামা ২০/২২ জনকে আসামী করা হয়েছে।
ইমদাদুল হক বাপ্পী বাদী হয়ে দায়ের করা মামলা নং-১৩, তাং-৬/১/২০২২ খ্রিঃ। ধারাঃ ১৪৩/৩৪২/১৮৬/৩৫৩/৪৩৫/৪২৭ পেনাল কোড ১৮৬০। এ মামলায় নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর, মোটর সাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ সজিব হোসেন ও টিউবয়েল মার্কার মেম্বার প্রার্থী মাহাতাব মন্ডলসহ অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামী করা হয়েছে।
মুস্তাফিজুর রহমান বাদী হয়ে দায়ের করা মামলা নং-১১, তাং-৬/১/২০২২ খ্রিঃ। ধারা ১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৫৩ পেনাল কোড ১৮৬০। এ মামলায় মিজানুর রহমান বকুলসহ ৫জনকে এজাহার নামীয় এবং আরও ৫০/৬০ জনকে আজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
ইমদাদুল হক বাপ্পী মামলার অভিযোগে উল্লেখ করেন, আমি সিনিয়র অফিসার সোনালী ব্যাংক লিমিটেড পাংশা শাখায় কর্মরত আছি। সরকারী আদেশ মোতাবেক আমাকে পাংশা থানার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ৫/১/২০২২ তারিখে বাহাদুরপুর ইউপির শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়। ভোট গ্রহণ শেষে বিধি মোতাবেক ব্যালট পেপার গণনা সম্পন্ন করে উপস্থিত লোকজনের সম্মুখে ফলাফল ঘোষণা করে সংশ্লিষ্ট সকলকে নিয়ে পাংশা নির্বাচন অফিসে নির্বাচনী মালামাল জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে উক্ত আসামীগণসহ অজ্ঞাতনামা ১৫০/২০০ জন পুরুষ ও মহিলা আসামী ৫/১/২০২২ রাত সাড়ে ৮টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করাকে কেন্দ্র করে শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়, বাহাদুরপুর কেন্দ্রের নির্বাচনী মালামাল ও লোকজন বহনকারী একটি রিকুইজেশন ইজিবাইকে আগুন দিয়ে পুড়িয়ে আনুমানিক ১লাখ ৮৬ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং একটি রিকুইজেশন ইজিবাইক ভাংচুর করে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতিসাধন পূর্বক আমাদের মারপিট করতে উদ্যত হলে আমরা সকলেই স্কুলের কক্ষে অবস্থান নিলে আসামীগণ আমাদের অবরুদ্ধ করে রাখে। তখন পুলিশ সদস্য এএসআই মশিউর রহমান তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩টি গাড়ী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ১টি গাড়ী শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এসে বিক্ষুব্ধ জনগণকে বুঝিয়ে আমাদের নিয়ে যাওয়ার পথে শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে পৌঁছিলে উক্ত আসামীগণসহ অজ্ঞাত ১৫০/২০০ পুরুষ মহিলা আসামী আমাদেরকে চারদিক থেকে ঘিরে নির্বাচনী মালামাল ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে। আসামীদের ইট পাটকেল নিক্ষেপে পুলিশ ডিউটিতে নিয়োজিত রিকুইজেশন গাড়ী যার রেজিঃ নং ঢাকা-মেট্রো চ-১৩-৬৩১৭ ভাংচুর হয়ে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়। পুলিশ সদস্য সরকারী জানমাল রক্ষার্থে সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেলের নির্দেশে পুলিশ মোট ১৪ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ৪টি গ্যাস সেল ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে স্থানীয়রা শহীদ খবিরুজ্জান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। বাহাদুরপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ ও মুক্তিযোদ্ধা কাজী কবিরুজ্জামান বলেন, এবারের ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। এ নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে ভালো হয়েছে। কিন্তু সারাদিন পরে রাতের ঘটনায় আমরা মর্মাহত ও উদ্বিগ্ন হয়ে পড়ি। হয়তো কোন গুজবের কারণে অশান্ত হয়ে ওঠে বাহাদুরপুর এলাকা।
তারা বলেন, শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের অদক্ষতার কারণে গণনা ও ফলাফল ঘোষণা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।
জানতে চাইলে ইমদাদুল হক বাপ্পী বলেন, প্রিজাইডিং অফিসার হিসেবে এটিই তার প্রথম নির্বাচন। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের চাহিদার কারণে চেয়ারম্যানের ভোট ও মেম্বারদের ভোট ২বার করে গণনা করা হয়। এতে করে কিছুটা সময় লেগে যায়। তবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা যথারীতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাহাদুরপুর ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সজিব হোসেন বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ। বাহাদুরপুর ইউপির ঐতিহ্য আছে। বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্য, শান্তি ও উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সজিব হোসেন বলেন, বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি, বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মাস্টারের সহধর্মিনী লায়লাসহ অনেকে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহতদের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।