ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ীতে ২দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০১-১০ ১৩:৩১:২৩
৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ী উপজেলা পরিষদের হলরুমে গতকাল ১০ই জানুয়ারী সকালে ২দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধনের পর স্টল ঘুরে দেখেন অতিথিরা -মাতৃকণ্ঠ।

৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ী উপজেলা পরিষদের হলরুমে গতকাল ১০ই জানুয়ারী সকালে ২দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। 

  রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাজিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, অন্যান্য অতিথিদের মধ্যে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চায়না রাণী সাহা। এ সময় রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞানের ছাত্র-ছাত্রীর সংখ্যা খুবই কম। বিজ্ঞানের তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্র-ছাত্রী অনেক বেশী। বিজ্ঞান শিক্ষার্থী কেন কমে যাচ্ছে এর কারণ খুঁজতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান পড়তে উৎসাহিত করতে হবে। বিজ্ঞানের অবদানে আমরা এগিয়ে যাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে অনেক টাকা সাশ্রয় হচ্ছে, সেখানে আগে অন্য দেশেরটা ব্যবহার করতে হতো। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার উপর গুরত্বারোপ করেন।

  উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার ব্যাপারে উৎসাহ প্রদান করেন। 

  উল্লেখ্য, মেলায় রাজবাড়ী সদর উপজেলার স্কুল ও কলেজ পর্যায়ের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের স্টল রয়েছে। 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ