ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ী সদরে আয়োজিত ২দিনের বিজ্ঞান মেলা সমাপ্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-১১ ১৪:২৪:৫২
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ১১ই জানুয়ারী বিকালে সদর উপজেলা পরিষদের হল রুমে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত ২দিনব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত হয়েছে। 
  গতকাল ১১ই জানুয়ারী বিকালে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম বিজ্ঞান মেলার সমাপনীতে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন।
  সদর উপজেলা নির্বাহী অফিসার মাজিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, অন্যান্য অতিথিদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, গত ১০ই জানুয়ারী রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। ২দিনব্যাপী এই মেলায় রাজবাড়ী সদর উপজেলার স্কুল ও কলেজ পর্যায়ের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান বিষয়ক স্টল অংশগ্রহণ করে।  

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ