রাজবাড়ী এলজিইডি’র নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম গতকাল ১৪ই জানুয়ারী শুক্রবার বিকালে পাংশা উপজেলায় গড়াই নদীর উপর নির্মাণাধীন ৬৫০ মিটার দৈর্ঘ্যরে পিসি গার্ডার সেতু’র কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় এলজিইডি’র সহকারী প্রকৌশলী পূর্ণেন্দু সাহা ও পাংশা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঝিনাইদহ-মাগুরা ও পাংশার মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ২০২০ সালের ৩রা জুন এলজিইডির ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প’ (সিআইবিআরআর)-এর আওতায় ৬৩ কোটি ৯১ লক্ষ ৬৮ হাজার ১৭০ টাকা ব্যয়ে উক্ত সেতুর নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণাধীন সেতুটির(পাংশা হেডকোয়ার্টার টু লাঙ্গলবাঁধ জিসি সড়ক) ৩৫% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকার গুলশানের এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। আগামী ২০২৩ সালের জুন মাসে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ায় কথা রয়েছে।
 
            
 
                      
                         


 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    