প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবীরা। গতকাল ১৪ই জানুয়ারী বেলা ১২টার দিকে জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ স্বপন কুমার সোমের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামস্থ প্রধান বিচারপতির বাড়ীতে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আইনজীবীদের প্রতিনিধি দলে ছিলেন- সিনিয়র এডঃ রবিউল আলম, সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডঃ ওমর আলী, সাবেক সম্পাদক এডঃ এটিএম মোস্তফা মিঠু, একেএম শহিদুজ্জামান, এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, এডঃ বিজন কুমার বোস, কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক এডঃ তসলিম উদ্দিন আহম্মেদ তপন, সদস্য এডঃ রফিকুল ইসলাম রফিক এবং এডঃ অভিজিৎ সোম অভি। এ সময় আইনজীবী নেতৃবৃন্দ রাজবাড়ীর বিচার অঙ্গনের সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিষয়াদী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিককে অবহিত পূর্বক প্রতিকারের আবেদন জানান।