গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজন গতকাল ১৮ই জানুয়ারী বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও কমিটি সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অন্যান্যের মধ্যে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সরকারী কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, দেবগ্রাম ইউপির চেয়ারম্যান হাফিজুল ইসলাম, শিক্ষাবিদ নির্মল কুমার চক্রবর্তী, সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা সাইফুল ইসলাম ও এনজিও কেকেএসের কর্মকর্তা ফকীর আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ দৌলতদিয়া পতিতাপল্লীতে নারী ও কন্যা শিশুদের পাচার হয়ে আসা বন্ধ করাসহ মানবপাচার প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।