ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সদরের দাদশী ইউপির গোপীনাথদিয়ায় অটো ফ্লাওয়ার মিল উদ্বোধন
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২২-০১-২১ ১৪:৩৬:০২
রাজবাড়ী সদর উপজেলার গোপীনাথদিয়া এলাকায় গতকাল ২১শে জানুয়ারী সকালে ‘আরএএস অটো ফ্লাওয়ার মিল’-এর উদ্বোধন করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের গোপীনাথদিয়া এলাকায় ‘আরএএস অটো ফ্লাওয়ার মিল’ এর উদ্বোধন করা হয়েছে। এই মিলে গম থেকে আটা, সুজি ও ভুষি উৎপন্ন করা হবে।
  গতকাল ২১শে জানুয়ারী সকালে মিলের উদ্বোধন করেন রাজবাড়ীর লাইফ কেয়ার ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক দীপক কুমার কুন্ডু। উদ্বোধন শেষে মিল চত্ত্বরে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। 
  আলোচনা সভায় মিলের পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দাদশী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন দেলো, বিশেষ অতিথি হিসেবে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান শাহিনুর ও ব্যবসায়ী আমিন উদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। 
  মিলের অংশীদার মালিক আব্দুর সবুর বলেন, গুণগত মান ঠিক রেখে আমরা পণ্য উৎপাদন করবো। ২৫ জন প্রশিক্ষিত শ্রমিক মিলের উৎপাদন ব্যবস্থাপনায় কাজ করবে। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ