ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
হঠাৎ ফাঁকা দৌলতদিয়া ঘাট নেই যানবাহনের দীর্ঘ সিরিয়াল
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০১-২২ ১৩:৫৫:১৬

হঠাৎ ফাঁকা হয়ে পড়েছে দৌলতদিয়া ফেরী ঘাট। নেই যানবাহনের কোন সিরিয়াল। যে কোন গাড়ী ঘাটে এসে কোন ভোগাান্তি ছাড়াই সরাসরি ফেরীতে উঠে যাচ্ছে। 
  গতকাল ২২শে জানুয়ারী সকালে সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। 
  ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে ঢাকাগামী যাত্রী কামরুল ইসলাম বলেন, সাপ্তাহিক ছুটিতে বাড়ী এসেছিলাম। লোকাল বাসে ঘাটে এসেছি। এসে দেখি ঘাটে যাত্রীর কোন চাপ নেই। ঘাট এলাকা একেবারেই ফাঁকা। এখন স্বস্তিতে নদী পার হয়ে গন্তব্যে যেতে পারবো। 
  গম বোঝাই একটি ট্রাকের চালক মিরাজ খাঁ বলেন, ভোরে মাদারীপুর থেকে রওনা দিয়ে বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে দেখি কোন সিরিয়াল নেই। তাই সরাসরি ট্রাক নিয়ে ফেরীতে উঠতে পারছি।
  স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, গত কয়েক দিন ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সিরিয়াল ছিল। কিন্তু এখন যানবাহনের কোন চাপ নেই। ফেরীগুলোকেই অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রী ও যানবাহনের জন্য। 
  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নাসির খান বলেন, এখন যাত্রী ও যানবাহনের কোন চাপ নেই। ফেরীগুলো ধারণ ক্ষমতার কম সংখ্যক যানবাহন নিয়েও ছেড়ে যাচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরী চলাচল করছে। এর মধ্যে ১০টি রো-রো(বড়), ১টি কে-টাইপ(মাঝারী) ও ৬টি ইউটিলিটি(ছোট) ফেরী। 

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ