ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বালিয়াকান্দিতে ত্রাণ বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৫-১০ ১৮:৪৮:৫০
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গতকাল ১০ই মে দুপুরে উপজেলার ৭টি ইউনিয়নের দুস্থ-অসহায় ১০০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়নের দুস্থ-অসহায় ১০০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
  গতকাল ১০ই মে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
  বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম চিনি, ২ কেজি আলু ও ৩টি করে সাবান। 

 

 বালিয়াকান্দিতে বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসনের আয়োজন প্রস্তুতিমূলক সভা
আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
দৌলতদিয়ায় বাস থেকে ফেন্সিডিলসহ যাত্রী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ