জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়নের দুস্থ-অসহায় ১০০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ১০ই মে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম চিনি, ২ কেজি আলু ও ৩টি করে সাবান।