ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-২৫ ১৩:৪৬:১৭
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে গতকাল ২৫শে জানুয়ারী বিসিক, মুরগীর ফার্ম ও দুধ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পালনসহ বিভিন্ন আইন বাস্তবায়নে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে গতকাল ২৫শে জানুয়ারী দুপুরে বিসিক, মুরগীর ফার্ম ও দুধ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

  অভিযানকালে দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩জনকে ৯শত টাকা, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনকে ৪শত টাকা এবং পাট পণ্য ব্যবহার আইনে ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১হাজার টাকাসহ মোট ২হাজার ৩শত টাকা জরিমানা করা হয়। 

  এ ছাড়াও সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পালনের নির্দেশনা প্রদানসহ সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। সিভিল সার্জনের কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, পাট কর্মকর্তা ও রাজবাড়ী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। 

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ