ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-২৫ ১৩:৪৬:১৭
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে গতকাল ২৫শে জানুয়ারী বিসিক, মুরগীর ফার্ম ও দুধ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পালনসহ বিভিন্ন আইন বাস্তবায়নে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে গতকাল ২৫শে জানুয়ারী দুপুরে বিসিক, মুরগীর ফার্ম ও দুধ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

  অভিযানকালে দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩জনকে ৯শত টাকা, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনকে ৪শত টাকা এবং পাট পণ্য ব্যবহার আইনে ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১হাজার টাকাসহ মোট ২হাজার ৩শত টাকা জরিমানা করা হয়। 

  এ ছাড়াও সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পালনের নির্দেশনা প্রদানসহ সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। সিভিল সার্জনের কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, পাট কর্মকর্তা ও রাজবাড়ী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ