ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদরের খানগঞ্জে পদ্মার তীরে অবৈধভাবে বালু উত্তোলন॥৫০ হাজার টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-২৮ ১৪:১৪:০২
রাজবাড়ী সদর উপজেলার বেলগাছী বাজার সংলগ্ন পদ্মা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে গতকাল ২৮শে জানুয়ারী বিকালে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী বাজার সংলগ্ন পদ্মা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনকারী ১ব্যক্তিকে গতকাল ২৮শে জানুয়ারী বিকালে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

  জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় অভিযান পরিচালনাকালে খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী মৌজায় বেলগাছী বাজার সংলগ্ন পদ্মা নদীর তীরে অবৈধভাবে আইন লংঘন করে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় মোঃ নুর আলম শেখকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।

  এ সময় উপস্থিত সকলকে অবৈধভাবে বালু উত্তলন না করার জন্য সতর্ক এবং পরিবেশ ও নদীর জন্য ক্ষতিকরভাবে বালু উত্তোলনের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়। 

  ভ্রাম্যমাণ আদালতের পরিচালনার সময় ঘটনাস্থলে খানগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বার উপস্থিত ছিলেন। রাজবাড়ী সদর থানার পুলিশ ও আনসার সদস্যগণ ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করে। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ