ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
রাজবাড়ীতে নতুন নাট্য সংগঠন ‘প্রত্যাশা থিয়েটার’-এর কমিটি গঠন
  • মাহফুজুর রহমান
  • ২০২২-০২-০১ ১৩:২১:৪৬
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল ১লা ফেব্রুয়ারী বিকালে আয়োজিত অনুষ্ঠানে ‘প্রত্যাশা থিয়েটার’ নামক একটি নাট্য সংগঠনের যাত্রা শুরু করেছে -মাতৃকণ্ঠ।

‘শিল্পের ছোঁয়ায় জাগুক সমাজ’-শ্লোগানকে সামনে রেখে গতকাল ১লা ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ীতে ‘প্রত্যাশা থিয়েটার’ নামক একটি নাট্য সংগঠনের যাত্রা শুরু হয়েছে। 
  জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে গোলাম মোর্তুজা সাগরকে সভাপতি ও শিহাবুর রহমানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 
  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল, অন্যান্য অতিথিদের মধ্যে রাজবাড়ী সরকারী কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সালাম তাসির, স্বদেশ নাট্যাঙ্গনের প্রতিষ্ঠাতা অজয় দাস তালুকদার, আলী রেজা ও শাহ মুজতবা রশীদ আল কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।   

 

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ