ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে সাংবাদিকদের দুই দিনব্যাপী শিশু ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-০৮ ১৩:৪৯:০৩

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র আয়োজনে রাজবাড়ী সার্কিট হাউজে গতকাল ৮ই ফেব্রুয়ারী বিকালে সাংবাদিকদের ২দিনব্যাপী শিশু ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

  প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে অংশগ্রহণকারী ৩০জন সাংবাদিকের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত।  

  ২দিনব্যাপী প্রশিক্ষণে সাংবাদিকদের শিশু ও নারী উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি’র পরিচালক(অধ্যয়ন ও প্রশিক্ষণ) মোহাম্মদ আফরাজুর রহমান, রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে এবং বাংলা ভিশন টিভির সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ