ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
রাজবাড়ীতে ভালোবাসা দিবসে ফুলের দোকানে ক্রেতাদের ভিড়
  • হেলাল মাহমুদ
  • ২০২২-০২-১৪ ১৩:২৯:১৪
বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন এ উপলক্ষ্যে গতকাল ১৪ই ফেব্রুয়ারী রাজবাড়ী শহরের ফুলের দোকানগুলোতে ছিলক্রেতাদের উপচে পড়া ভিড় -মাতৃকণ্ঠ।

গতকাল ১৪ই ফেব্রুয়ারী ছিল বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন। এ উপলক্ষ্যে রাজবাড়ী শহরের ফুলের দোকানগুলোতে ছিল অনুরাগী ক্রেতাদের উপচে পড়া ভিড়। 

  সরেজমিন রাজবাড়ী শহরের বিভিন্ন ফুলের দোকান ঘুরে দেখা গেছে, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তরুণ-তরুণীরা এসে তাদের পছন্দমত ফুল কিনছে। বরাবরের মতই পছন্দের শীর্ষে রয়েছে গোলাপ ফুল, যা মানভেদে ২০ টাকা থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তরুণীদের অনেকেই ফুলের টোপর কিনে মাথায় রাখছে। এগুলোর প্রতিটির দাম রাখা হচ্ছে ১০০ টাকা করে। অনেকেই ফুলের তৈরী মালা পরছে, আবার অনেকে খোঁপায়, কানে ফুল গুঁজে রাখছে। এছাড়াও বিক্রি হচ্ছে টিউলিপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, গাঁদা, চন্দ্রমল্লিকাসহ নানা ধরনের ফুল ও ফুলের মালা-টোপর। 

  শহরের পান্না চত্ত্বর এলাকার ফুলের দোকানী আব্দুল মাজেদ বলেন, ফুলের ব্যবসা সারা বছরই কম-বেশী থাকে। তবে কিছু কিছু দিবসকে কেন্দ্র করে, যেমন-পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, একুশে ফেব্রুয়ারী, পহেলা বৈশাখে ফুলের বেচাকেনা অনেক বেশী হয়। 

  ফুল কিনতে আসা নূপুর আক্তার বলেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে আমার বান্ধবীদের প্রায় সবাই ফুল কিনেছে এবং ফুল দিয়ে সেজেছে। আমিও ১০০ টাকা দিয়ে একটা ফুলের টোপর কিনলাম। এখন বান্ধবীদের সাথে গোদার বাজারে পদ্মা নদীর পাড়ে ঘুরতে যাবো। 

  আসাদুজ্জামান নুর নামে একজন ফুলপ্রেমী বলেন, মানুষ ভালোবাসার পূজারী। আর ফুল হলো ভালোবাসার নিদর্শন। তাই ভালোবাসা দিবসে ফুলের কদর বেড়ে যায়।

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ