ঢাকা সোমবার, মে ১২, ২০২৫
বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০২-১৭ ১৩:৩৪:১৫
বালিয়াকান্দি উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল ১৭ই ফেব্রুয়ারী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। 
  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসানের সভাপতিত্বে সেমিনারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ আলী মাস্টার ও বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। 
  সেমিনারে ভোক্তার অধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যেকোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের সচেতন থাকার আহ্বান এবং কোন অসঙ্গতি পেলে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়।

 

উজানচরে গ্রামীণ রাস্তা নির্মাণ কাজ বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
গোয়ালন্দে হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
যতদিন গোয়ালন্দ থানায় কর্মরত থাকবেন ততদিন ১৫জন শিশুর শিক্ষা সামগ্রী প্রদান করে যাবেন ওসি
সর্বশেষ সংবাদ