ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীর প্রবীণ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা রোকন চৌধুরীর ইন্তেকাল
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২২-০২-২৬ ১৩:৫৪:১৬

রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন চৌধুরী(৯০) আর নেই। 
  গতকাল ২৬শে ফেব্রুয়ারী বেলা সাড়ে ৩টার দিকে দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। 
  প্রয়াত রোকন উদ্দিন চৌধুরীর নাতি(মেয়ের ছেলে) ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান জানান, তার মরদেহ বাড়ীতে রাখা হয়েছে। রবিবার বেলা ১১টায় দাদশী ইউনিয়ন পরিষদে ১ম, ১২টায় জেলা বিএনপি কার্যালয়ে ২য় এবং দুপুর ২টায় রাজবাড়ী রেলওয়ে মাঠে ৩য় জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ভবাণীপুর ২নং পৌর কবরস্থানে দাফন করা হবে।
  প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন চৌধুরীর মৃত্যুতে রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবু গভীর শোক প্রকাশসহ এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।   

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ