প্রয়াত খেলোয়াড়দের স্মরণে সোনালী অতীত ক্লাব রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গত ২৮শে ফেব্রুয়ারী বিকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন ক্লাবের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক এডঃ আহমেদ আলী বাটু, যুগ্ম-সম্পাদক সাহাদাত হোসেন সাহা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ রাশেদ, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আরাফাত।