পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কালেক্টরেট সহকারীরা।
কর্মবিরতি চলাকালে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান করে। এ সময় কালেক্টরেট সহকারী সমিতির বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি রইচ উদ্দিন, সাধারণ সম্পাদক সহিদা খাতুন, আকমল হোসেন, পার্থ ভৌমিক, আলাউদ্দিন, হারুন আর রশিদ, গোলাম মোস্তফা, কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মবিরতি পালনকারী কালেক্টরেট সহকারীরা জানান, তাদের দাবীর ব্যাপারে প্রধানমন্ত্রী অনুমোদন দেয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা হলেও অর্থ মন্ত্রণালয় তাতে স্বীকৃতি দিচ্ছে না। এ জন্য দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২৪শে মার্চ পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে।