ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশা উপজেলায় জাতীয় বীমা দিবস পালন
  • শামীম হোসেন
  • ২০২২-০৩-০১ ১৪:০৮:১২

পাংশা উপজেলায় গতকাল ১লা মার্চ নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। 
   এ উপলক্ষ্যে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১২টার দিকে র‌্যালী, আলোচনা সভা ও দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 
  প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 
  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
  আলোচনা পর্বের পর রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ