ঢাকা শনিবার, মে ২৪, ২০২৫
দ্রব্যমূল্যের ঊধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত
  • শেখ রনজু আহাম্মেদ/আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৩-০২ ১৪:১০:৩৭
বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এডঃ গৌতম চক্রবর্তী গতকাল ২রা মার্চ বিকালে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এডঃ গৌতম চক্রবর্তী বলেছেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন বাংলাদেশে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। 

  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে গতকাল ২রা মার্চ বিকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

  এডঃ গৌতম চক্রবর্তী আরও বলেন, এই অসহনীয় যন্ত্রণা থেকে মানুষকে বাঁচাতে হলে অবশ্যই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে। তা না হলে দেশের মানুষের আন্দোলন-সংগ্রামের তাপে সরকার ও তাদের সুবিধাভোগীরা পুড়ে ভস্মীভূত হবে। কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা-মামলা দিয়ে নির্যাতন ও হয়রানী করা হচ্ছে। দেশে আওয়ামী দুঃশাসন চলছে। বিএনপির ৩৬ লক্ষ নেতকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এ দেশের মানুষকে রক্ষা করার জন্য লড়াই করছি। আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। 

  বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বর্তমানে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের স্বাভাবিক জীবন-যাপন করার উপায় নাই। বাক-স্বাধীনতা নাই, ভোটের অধিকার নাই। সময় এসেছে সবাই এক হয়ে এই জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর। লোক-দেখানো সার্চ কমিটির নামে নিজেদের অনুগত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। 

  রাজবাড়ীর জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব (দায়িত্বপ্রাপ্ত) এডঃ কামরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাসিরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডঃ আসলাম মিয়া, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডঃ সেলিম চৌধুরী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর (উত্তর) শাখার সভাপতি ফকরুল ইসলাম রবিন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জামিল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

   উল্লেখ্য, দীর্ঘদিন পর রাজবাড়ী জেলা বিএনপির বিবাদমান দুই গ্রুপ একত্রে এই সমাবেশের আয়োজন করলেও একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি, চেয়ার ভাংচুর ও বিশৃঙ্খলা ঘটে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া তৎপরতায় এবং জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ