ঢাকা শনিবার, মে ২৪, ২০২৫
রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৩-০২ ১৪:১১:৪৭
‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’-প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২রা মার্চ সকালে রাজবাড়ীতে ৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
  এ উপলক্ষ্যে জেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল ২রা মার্চ সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গণে প্রথমে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
  এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’-প্রতিপাদ্যকে সামনে রেখে আজ আমরা জাতীয় ভোটার দিবস পালন করছি। যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদেরকে ভোটার হতে হবে। নিজের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। 
  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, দিবসটির মূল উদ্দেশ্য হচ্ছে ভোটারদের সচেতন করা ও নতুনদের ভোটার হতে উৎসাহিত করা। আমি দিবসটির সফলতা কামনা করছি। 
  জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান বলেন, এবার চতুর্থ বারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের মধ্যে জাতীয় পরিচয় পত্র বিতরণসহ জেলার নির্বাচন অফিসগুলোতে ইভিএমের ব্যবহার প্রদর্শন ও আনুষঙ্গিক সেবা প্রদান করা হবে। 
  উদ্বোধন অনুষ্ঠান শেষে কয়েকজন নতুন ভোটারের মধ্যে জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়। এ সময় জাতীয় পরিচয় পত্র হাতে পেয়ে তারা উচ্ছাস প্রকাশ করেন। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে জেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয় পত্রসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। 

 

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ