ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর কোর্ট চত্ত্বরে নির্মাণাধীণ মার্কেটের দোকান বরাদ্দ না পাওয়া ব্যবসায়ীদের মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৩-০৩ ১৫:০৪:৩৭

রাজবাড়ী গণপূর্ত বিভাগের মালিকানাসহ নিয়ন্ত্রণাধীন ও মাষ্টার প্ল্যানভূক্ত কোর্ট মসজিদ চত্ত্বরের জমিতে জেলা জজ কর্তৃক অবৈধভাবে নির্মাণাধীন মার্কেটের দোকান বরাদ্দ অথবা জামানত বাবদ দেয়া টাকা ফেরতের দাবীতে গতকাল ৩রা মার্চ সকালে মার্কেটের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা।
  স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী ব্যবসায়ীরা দীর্ঘ প্রায় ২৫বছর ধরে কোর্ট মসজিদ কমিটির কাছ থেকে বরাদ্দ নিয়ে দোকান করে আসছিলেন। বিগত ২০২০ সালের ১৫ই ডিসেম্বর তাদের দোকান ঘরগুলো ভেঙ্গে দেওয়া হয় এবং নতুন মার্কেটের দোকান বরাদ্দ নেওয়ার জন্য ৩লক্ষ টাকা করে দাবী করা হয়। সে মোতাবেক তারা ৪২জন ব্যবসায়ী জেলা জজের নামীয় সোনালী ব্যাংকের রাজবাড়ী শাখায় ৩লক্ষ টাকা করে জমা দেন। ২০২১ সালের ৩১শে মার্চের মধ্যে বরাদ্দকৃত দোকান বুঝিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু প্রায় এক বছর হতে চললেও তাদেরকে দোকান বুঝিয়ে দেয়া হয় নাই বা জামানত বাবদ দেয়া টাকাও ফেরত দেয়া হয় নাই। ইতিমধ্যে জেলা জজের বদলী হওয়ার কারণে গত ১লা মার্চ সন্ধ্যায় তারা জেলা জজের সাথে দেখা করতে যান। জজের অনুপস্থিতিতে তার স্টেনো মোফাজ্জল হোসেন ও নায়েব নাজির সাজ্জাদ হোসেন তাদের ৪জন প্রতিনিধিকে জজের খাস কামরায় ডেকে নিয়ে প্রস্তাব দেয় যে, ওই দিন রাত ১২টা থেকে ৩টার মধ্যে মার্কেটের দোকান দখল করতে হবে। কিন্তু রাতের অন্ধকারে গোপনে এই কাজ করতে তারা আপত্তি জানিয়ে আইনজীবীদের সাথে সংঘাতের আশংকার কথা বললে মোফাজ্জেল ও সাজ্জাদ তাদেরকে বলেন পুলিশ তাদের পকেটে, এটা তারা দেখবেন। তারপরও ব্যবসায়ীরা ওই প্রস্তাবে সম্মত না হয়ে ফিরে আসেন এবং পরদিন ২রা মার্চ বিকাল সাড়ে ৪টায় অতিরিক্ত জেলা জজের কার্যালয়ে জেলা জজের নিকট তাদের সমস্যার কথা বললে তিনি ক্ষুদ্ধ ও রাগতস্বরে প্রকাশ করেন, গতকাল সন্ধ্যায় আমার স্টাফদের মাধ্যমে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই কাজ না করে আমার কাছে এসেছেন কেন। এরপর ব্যবসায়ীরা সেখান থেকে হতাশ হয়ে ফিরে আসেন। এমতাবস্থায় ভুক্তভোগী ব্যবসায়ীরা দোকান বরাদ্দ অথবা জমাকৃত টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। 
  স্মারকলিপির অনুলিপি আইন মন্ত্রী, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার, রাজবাড়ীর পুলিশ সুপার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা বার এসোসিয়েশনের সভাপতি/সম্পাদক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক, রাজবাড়ী পৌরসভার মেয়র এবং রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি বরাবর প্রদান করা হয়েছে।
  উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১বছরের অচলাবস্থা কাটাতে অবশেষে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানাকে নোয়াখালী জেলায় একই পদে বদলী করা হয়েছে। 
  তার বদলী সংক্রান্তে গতকাল ১লা মার্চ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে উপ-সচিব(প্রশাসন-১) শেখ গোলাম মাহবুবের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারী করা হয়েছে। প্রজ্ঞাপনে তাকে আগামী ৩রা মার্চ পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে বদলীকৃত কর্মস্থলে অবিলম্বে যোগদানের জন্য বলা হয়েছে।
  উল্লেখ্য, রাজবাড়ী গণপূর্ত বিভাগের মালিকানাসহ নিয়ন্ত্রণাধীন ও মাষ্টার প্ল্যানভূক্ত কোর্ট মসজিদ চত্ত্বরের জমিতে জেলা ও দায়রা জজ কর্তৃক অবৈধভাবে মার্কেট নির্মাণকে কেন্দ্র করে ২০২১ সালের ২৯শে মার্চ দুপুরে আইনজীবী ও জজ কোর্টের কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর থেকে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের পক্ষ থেকে এখতিয়ার বহির্ভূত কর্মকান্ড পরিচালনার অভিযোগে জেলা জজ ও দায়রা জজ নিলুফার সুলতানাকে প্রত্যাহারের দাবীতে জেলা জজের আদালত বর্জনসহ লাগাতার বিভিন্ন কর্মসূচী পালন করায় অচলাবস্থার সৃষ্টি হয়। 
  এ সংকট সমাধানে আইন মন্ত্রণালয়ের সচিবের হস্তক্ষেপও ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে গত ৯ই ডিসেম্বর রাজবাড়ীর ‘সাধারণ আইনজীবী পরিষদ’ রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন এবং জেলা জজ নিলুফার সুলতানাকে প্রত্যাহার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতি বরাবর স্মারক লিপি দেয়। সর্বশেষ জেলা বার এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ গত ২২শে ফেব্রুয়ারী বিকালে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে জেলা জজ ও দায়রা জজ নিলুফার সুলতানাকে প্রত্যাহারের দাবী পুনঃব্যক্ত করেন। এর প্রেক্ষিতে গতকাল ১লা মার্চ জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানাকে নোয়াখালী জেলায় বদলী করা হয়।   

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ