ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বালিয়াকান্দিতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৩-০৭ ১৩:৪১:৩৬

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
  এ উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ৭ই মার্চ সকালে প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে চিত্রাঙ্কন ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা প্রকোশলী মোঃ আলমগীর বাদশাহ, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন ও সাংস্কৃতিক সংগঠক মুন্সী আমীর আলী প্রমুখ বক্তব্য রাখেন। 
  এছাড়াও দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের হলরুমের সামনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক প্রদর্শন করা হয়।

 

মিজানপুর ইউপি চেয়ারম্যান টুকু মিজির ছেলে জয় মিজি গ্রেফতার
পাংশা শিল্পকলা একাডেমির পরিচালনায় দায়িত্বে সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম
পাংশার পাট্টায় অষ্টাদশ পল্লী সার্বজনীন পাগলের আশ্রমে রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
সর্বশেষ সংবাদ