ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২২-০৩-০৯ ১৪:১৩:৩১

গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৯ই মার্চ সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 
  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমুর রেজা, জেলা তথ্য অফিসার মোঃ শাহীন মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, সদর উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মিয়া, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি ও রাজবাড়ী চেম্বার অব কমার্সের পরিচালক জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তাই ২৫শে মার্চের গণহত্যা দিবস এবং ২৬শে মার্চের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা আমাদের সকলের দায়িত্ব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয়ভাবে আরো যেসব কর্মসূচী পালন করা হবে সেগুলো যাতে সমন্বয়ের মাধ্যমে সকলের অংশগ্রহণে সুন্দরভাবে সম্পন্ন করা যায় সে জন্য যার যার অবস্থান থেকে সবাইকে সচেষ্ট থাকতে হবে। আশা করি পূর্বের ন্যায় সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দিবসগুলো যথাযথভাবে পালন করা সম্ভব হবে। বীর মুক্তিযোদ্ধাসহ সভার অনেকেই বর্তমানের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়টি তুলে ধরেছেন। বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি ও নিয়মিতভাবে বাজার মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যদি কোন ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে পণ্য মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 
  সভায় গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী চূড়ান্ত করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে, ২৫শে মার্চের গণহত্যা দিবসের দিন রাজবাড়ীর লোকোশেড বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন ও রাত ৯টায় গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া সকল জায়গার আলো নিভিয়ে ১মিনিটের ব্লাক আউট পালন এবং ২৬শে মার্চের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সকল সরকারী-বেসরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের বঙ্গবন্ধুর ভাস্কর্য, শ্রীপুর বাস টার্মিনাল ও রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকোশেড বদ্ধভূমি ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ-কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনা, আলোচনা সভা, প্রীতি খেলাধুলা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কসমূহ আলোকসজ্জিতকরণ, হাসপাতাল-কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন ইত্যাদি।  

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ