মুজিববর্ষের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে গতকাল ১০ই মার্চ সকালে ‘মুজিববর্ষের সফলতা-দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’-প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে র্যালী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে প্রধান সড়ক দিয়ে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, জেলা তথ্য অফিসার মোঃ শাহীন মিয়া, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্ট ও স্কাউটসের সদস্যসহ অন্যান্যরা র্যালীতে অংশগ্রহণ করেন।
এরপর রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ভবনের ৩য় তলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন ও রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন এবং সভা সঞ্চালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক। এ সময় রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘মুজিববর্ষের সফলতা-দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’-প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করছি। দুর্যোগ প্রধানত দুই ধরনের। একটা হলো প্রাকৃতিক, আরেকটা হলো মানবসৃষ্ট। ঝড়-বৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস, বন্যা, অতিবৃষ্টি, অগ্নিকান্ড, বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি থাকতে হবে। দুর্যোগের সময় কোথায় আশ্রয় নিতে হবে, কী করতে হবে-এসব জানা থাকতে হবে। বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে নিম্নমানের ইলেকট্রিক সামগ্রী ব্যবহার পরিহার করতে হবে। একসময় প্রাকৃতিক দুর্যোগে বিপুল প্রাণহানী ও ক্ষয়-ক্ষতি হলেও দুর্যোগকালীন প্রস্তুতি থাকায় এখন সেটা অনেক কমে এসেছে। আশ্রয়ণ কেন্দ্রগুলোতে মানুষের পাশাপাশি গবাদিপশু রাখার ব্যবস্থা রয়েছে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। আমাদের অনেক প্রস্তুতি রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোকে বহুমুখী কাজে ব্যবহার করা হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির পাশাপাশি সচেতনতাও প্রয়োজন। সচেতন হলে দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমানো সম্ভব।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষ্যে আগের দিন ৯ই মার্চ রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে সদর হাসপাতাল চত্ত্বর এবং পান্না চত্ত্বর সংলগ্ন পৌর নিউ মার্কেট প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।