ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ীতে এডভোকেসী সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৩-১৪ ১৪:১১:১১
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে গতকাল ১৪ই মার্চ সকালে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ে জেলা পর্যায়ের এডভোকেসী সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

আগামী ২০শে মার্চ মার্চ থেকে শুরু হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। এ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা পর্যায়ের এডভোকেসী সভা গতকাল ১৪ই মার্চ সকালে অনুষ্ঠিত হয়েছে। 
  রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের এডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান। 
  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে সভায় জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, মেডিক্যাল অফিসারবৃন্দ, জেলা ও উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ, পৌরসভার স্বাস্থ্য কর্মী, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং স্বাস্থ্য বিভাগের কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ