ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
কালুখালীর মদাপুরে সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৩-১৫ ১৪:৩৩:৩৬

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুরে দুর্ধর্ষ মোকছেদ বাহিনীর প্রধান মোকছেদ ও তার বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
  গতকাল ১৫ই মার্চ সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এতে মদাপুর ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ভূক্তভোগী হাজেরা বেগম, রিয়াজুল ইসলাম মিঠুসহ অনেকেই বক্তব্য রাখেন।
  বক্তারা বলেন, সন্ত্রাসী মোকছেদ ও তার বাহিনী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করাসহ মাদক ব্যবসা করে আসছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এদের মদদ দিচ্ছে মদাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাম মৃধা ও স্থানীয় মহুরী শহিদুল ইসলাম শহীদ। মকছেদ বাহিনীর অত্যাচারে এলাকায় সর্বশান্ত হয়েছেন অনেকেই। সর্বশেষ গত ১৩ই মার্চ সকালে সন্ত্রাসী মোকছেদ ও তার বাহিনীর লোকজন ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কুদ্দুস ফকিরসহ ৩জনকে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় তারা ঢাকা মেডিকেল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবিলম্বে মোকছেদ ও তার সহযোগিদের গ্রেফতারের দাবী জানান বক্তারা।

 

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ
 গোয়ালন্দের দুর্গম কুশাহাটার চরে কম্বল নিয়ে অসহায় দরিদ্রদের পাশে ইউএনও
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ