ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
বালিয়াকান্দির জামালপুরে ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শনে ডিসি
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৩-১৫ ১৪:৩৪:২৭

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান গতকাল ১৫ই মার্চ বিকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ১০টি নির্মাণধীন ঘর পরিদর্শন করেন। 
  জেলা প্রশাসক সেখানে পৌঁছালে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, জামালপুর ইউনিয়ন পরিষদের সচিব বিধান কুমারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু কায়সার খান ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘরগুলোর কাজের গুণগতমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।   

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ
 গোয়ালন্দের দুর্গম কুশাহাটার চরে কম্বল নিয়ে অসহায় দরিদ্রদের পাশে ইউএনও
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ