ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ী শহরের সেগুন বাগিচা এলাকায় জলাবদ্ধতা দুর্ভোগে এলাকাবাসী॥পৌরসভা নির্বিকার!
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-২২ ১৫:৪০:১৫
রাজবাড়ী শহরের সেগুন বাগিচা এলাকায় জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এতে এলাকাবাসীকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্ত পৌরসভা এ ব্যাপারে উদাসীন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী শহরের সেগুন বাগিচা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এতে এলাকাবাসীকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দারা বিষয়টি রাজবাড়ী পৌরসভার মেয়রকে অবহিত করে সমাধানের জন্য অনুরোধ জানানোর পাশাপাশি লিখিতভাবে আবেদন করলেও কোন লাভ হয়নি। 
  জানা গেছে, পানি নিষ্কাশন ড্রেন ভরাট হয়ে অকার্যকর হয়ে থাকার প্রতি বছরই বর্ষা মৌসুমে রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের অন্তর্গত সেগুন বাগিচা মোল্লা বাড়ী এলাকায় বৃষ্টির পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের বাড়ীর মধ্যে নোংরা পানি ঢুকে পড়াসহ রাস্তা-ঘাট তলিয়ে দুর্ভোগের কোন সীমা থাকে না। টিউবওয়েল পানিতে নিমজ্জিত হয়ে খাবার পানিরও সংকট দেখা দেয়। দুই বছর আগে স্থানীয় বাসিন্দাদের অনুরোধে ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ আলমগীর শেখ তিতু ব্যক্তিগতভাবে ড্রেন পরিষ্কার করে দেয়ায় কিছুদিনের জন্য সমস্যাটির সাময়িক সমাধান হয়। পরবর্তীতে আবারও পানি নিষ্কাশনের ড্রেন ভরাট হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসে। 
  গত দু’দিনের প্রবল বৃষ্টিতে সেগুন বাগিচা মোল্লা বাড়ী এলাকায় আগের মতোই ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিটি বাড়ীতে নোংরা পানি ঢুকে একাকার হয়ে যায়। দীর্ঘ সময় এলাকাটি জলমগ্ন হয়ে থাকায় স্থানীয় বাসিন্দাদেরকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। 
  স্থানীয় বাসিন্দা খোন্দকার আক্তারুজ্জামান বলেন, আমরা দীর্ঘ দিন ধরে এই জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছি। পৌর কর্তৃপক্ষকে বার বার বলেও কোন লাভ হচ্ছে না। গত দু’দিনের অতিবৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হলে বিষয়টি পৌর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরকে অবহিত করলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এর আগে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিতভাবে পৌর মেয়রের কাছে আবেদন করেও কোন লাভ হয়নি। তারা শুধু আশ্বাসই দেন, কাজের কাজ কিছুই করেন না।  
  শুধু সেগুন বাগিচা মোল্লা বাড়ী এলাকাই নয়, দীর্ঘদিন ধরে রাজবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকায় প্রতি বছরের বর্ষা মৌসুমে এভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে স্থানীয় বাসিন্দাদেরকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হলেও পৌর কর্তৃপক্ষ কোন ব্যবস্থাই গ্রহণ করছে না। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন।  

ড্রেনের ৭০ শতাংশ কাজ না করেই ৭৭.৫ শতাংশ অর্থ উত্তোলন করেছে ঠিকাদার!
 ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন॥আতঙ্কে স্থানীয়রা
 শত্রুতার বলি বড়ই গাছ
সর্বশেষ সংবাদ