ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার বরাট ও খানগঞ্জ ইউনিয়নের বিট পুলিশিং উঠান বৈঠক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৩-২০ ১৬:০৬:১৪
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তারমোড়ে গতকাল ২০শে মার্চ দুপুরে বিট পুলিশিংয়ের উঠান বৈঠকে থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তারমোড় ও খানগঞ্জ ইউনিয়নের দাদপুর হাটে বিট পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ২০শে মার্চ দুপুরে ও বিকালে এই উঠান বৈঠক ২টি অনুষ্ঠিত হয়েছে। অন্তারমোড়ের উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন, অন্যান্যের মধ্যে বিট অফিসার ও রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, বরাট ইউপির চেয়ারম্যান কাজী শামসুদ্দিন আহম্মেদ, বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, সাবেক ইউপি চেয়ারম্যান মেছের আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

  অপরদিকে দাদপুর হাটের উঠান বৈঠকে খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরামুজ্জামান রঞ্জু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন, খানগঞ্জ ইউপির চেয়ারম্যান শরিফুর রহমান সোহান, সাবেক চেয়ারম্যান আতাহার হোসেন তকদীর, সাবেক চেয়ারম্যান খন্দকার গোলাম কিবরিয়া বাবলু, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন। 

  উভয় উঠান বৈঠকে বক্তাগণ বিট এলাকায় সন্ত্রাস, ইভটিজিং, মাদকসহ বিভিন্ন অপরাধ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।  

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ