রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশ গত ২১শে মার্চ রাতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েলের তারসহ ৪জন চোরকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে ট্রান্সফরমারের কয়েলের কয়েক কেজি তামার তার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কালুখালী উপজেলার পশ্চিম হারুয়া গ্রামের মজিদ কাজীর ছেলে নজরুল কাজী, গঙ্গানন্দপুর গ্রামের মৃত মনছের শেখের ছেলে কেসমত শেখ, একই গ্রামের মৃত আব্দুল গফুর বিশ্বাসের ছেলে মাহাতাব বিশ্বাস এবং কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মির্জাপুর গ্রামের আঃ গণি শেখের ছেলে নায়েব আলী শেখ ওরফে নবা (৪০)।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, গ্রেফতারকৃতরা বৈদ্যুতির ট্রান্সফরমার চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে ট্রান্সফরমারের কয়েলের চোরাই তার উদ্ধার করা হয়েছে।