ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালীতে ট্রান্সফরমারের তারসহ ৪জন চোর গ্রেপ্তার
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২২-০৩-২২ ১৪:৫৯:১৩

রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশ গত ২১শে মার্চ রাতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েলের তারসহ ৪জন চোরকে গ্রেফতার করেছে।

  এ সময় তাদের কাছ থেকে ট্রান্সফরমারের কয়েলের কয়েক কেজি তামার তার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কালুখালী উপজেলার পশ্চিম হারুয়া গ্রামের মজিদ কাজীর ছেলে নজরুল কাজী, গঙ্গানন্দপুর গ্রামের মৃত মনছের শেখের ছেলে কেসমত শেখ, একই গ্রামের মৃত আব্দুল গফুর বিশ্বাসের ছেলে মাহাতাব বিশ্বাস এবং কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মির্জাপুর গ্রামের আঃ গণি শেখের ছেলে নায়েব আলী শেখ ওরফে নবা (৪০)। 

   কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, গ্রেফতারকৃতরা বৈদ্যুতির ট্রান্সফরমার চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে ট্রান্সফরমারের কয়েলের চোরাই তার উদ্ধার করা হয়েছে।  

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ