ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে সপ্তাহ ব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৩-২৩ ১৫:০৮:৩২

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ২৩শে মার্চ বিকাল সাড়ে ৩টায় শিক্ষার্থীদের ৭দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 
  রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বক্তব্য রাখেন। 
  জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল। এ সময় জেলা প্রাসনের সহকারী কমিশনার শিবরাজ চৌধুরী এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ। এ জন্য সবারই সাঁতার শেখা উচিত। সাঁতার না জানার কারণে প্রতি বছর অনেক মানুষ পানিতে ডুবে মারা যায়। এছাড়া সাঁতার ভালো একটি ব্যায়াম। আমরা ব্রজেন দাসের কথা জানি। তিনি প্রথম এশিয়ান হিসেবে সাঁতরে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চা করতে হবে। তাহলে শরীর ও মন ভালো থাকবে। 
  বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, শিশুকালেই সাঁতার শেখা জরুরী। সাঁতার জানা থাকলে পানিতে ডুবে মারা যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। সরকার খেলাধুলাকে এগিয়ে নেয়ার জন্য উপজেলা পর্যায়েও স্টেডিয়াম নির্মাণ করছে। শুধু সাকিব বা মোস্তাফিজ হতে চাইলেই হবে না। তাদের মতো পরিশ্রমও করতে হবে। 
  উল্লেখ্য, রাজবাড়ী সুইমিং পুলে ৭দিনের এই প্রশিক্ষণে ৩০ জন শিক্ষার্থী (১৫ জন ছেলে ও ১৫ জন মেয়ে) অংশগ্রহণ করবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন পুতুল রাণী ঘোষ, এস.এম শামছুন্নবী জুয়েল ও মোঃ রফিকুজ্জামান।  

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ