ঢাকা শনিবার, মে ১০, ২০২৫
গণহত্যা দিবস উপলক্ষ্যে কালুখালীর বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন
  • ফজলুল হক
  • ২০২২-০৩-২৫ ১৬:০৮:০৮

গণহত্যা দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে মার্চ সন্ধ্যায় কালুখালী রেলওয়ে স্টেশন সংলগ্ন বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইসমাইল হোসেন, কালুখালী থানার ওসি নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে ৭১’র ২৫শে মার্চের গণহত্যায় নিহতদের স্মরণে দোয়া করা হয়। 

 

রাজবাড়ীতে মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণের সুফল পাচ্ছে কৃষকরা
কালুখালীতে বিএনপি নেতাকে ফাঁসানো হলো আওয়ামী লীগের লিফলেট বিতরণের মামলায়
বালিয়াকান্দিতে মহানাম সংকীর্তন পরিদর্শনে বিএনপি নেতা হারুন
সর্বশেষ সংবাদ