ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৩-২৫ ১৬:১০:১৩

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে মার্চ নানা কর্মসূচীর মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে।
  এ উপলক্ষ্যে সকালে রাজবাড়ীর লোকোশেড বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। প্রথমে জেলা প্রশাসক আবু কায়সার খানের নেতৃত্বে জেলা প্রশাসন, এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের নেতৃত্বে জেলা পরিষদ, মেয়র মোঃ আলমগীর শেখ তিতু’র নেতৃত্বে রাজবাড়ী পৌরসভা, সিভিল সার্জন অফিস, জেলা শিক্ষা অফিস, গণপূর্ত বিভাগ, বিআরটিএ, জেলা কৃষি অফিস, পাসপোর্ট অফিস, সড়ক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা পরিসংখ্যান অফিস, জেলা আনসার-ভিডিপি, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, জেলা শিল্পকলা একাডেমী, কৃষিবিদ ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লোকোশেড বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে ৭১’র ২৫শে মার্চের গণহত্যার শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। 
  সন্ধ্যায় একই স্থানে মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সুবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাসেম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আব্দুল জলিল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  আলোচনা পর্বের শেষে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য/সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 
  এছাড়াও দিবসটি উপলক্ষ্যে গণত্যার উপর আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বাদ যোহর বিভিন্ন মসজিদে ২৫শে মার্চের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা এবং রাত ৯টায় জরুরী স্থাপনা ব্যতীত সকল স্থানে ১মিনিটের প্রতীকি ব্লাকআউট পালন করা হয়। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ