ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৩-২৬ ১৬:০৭:৫৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় গতকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

  এ উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। প্রত্যুষে গোয়ালন্দ ঘাট থানায় ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা কোর্ট চত্ত্বরে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোসহ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। 
  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ