ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৩-২৮ ১৪:৪৩:৪৮

রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৮শে মার্চ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

  সকালে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। 

  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজিজা খানম ও প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দা মনোয়ারা বেগম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাহেদ আলী বিশ্বাস। 

  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মেয়ে হিসেবে নয়-মানুষ হিসেবে বড় হবে। বর্তমানে মেয়েরা অনেকদূর এগিয়েছে। মন দিয়ে পড়াশোনা করতে হবে। এর পাশাপাশি নিয়মিত খেলাধুলা, শরীর চর্চা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। স্মার্ট ফোনের আসক্তি কমাতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে। জয়-পরাজয়কে বড় করে দেখবে না, খেলোয়াড় সুলভ মন-মানসিকতা নিয়ে খেলাধুলা করবে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তার ভিশন বাস্তবায়নে তোমাদেরকে সুনাগরিক হতে হবে। 

  আলোচনা পর্বের শেষে অতিথিগণ আনুষ্ঠানিকভাবে কবুতর উড়িয়ে ও মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। 

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ