ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে অটিস্টিক শিশুদের ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৩-৩১ ১৭:১৫:২৪

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ৩১শে মার্চ সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন।
  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমুখ বক্তব্য রাখেন। 
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদেরই সন্তান। ওদেরকে বিশেষ যত্ন নিতে হবে। ওরা যেটা করতে পছন্দ করে সেটা করতে দিতে হবে। ছবি আঁকা, গান গাওয়া, আবৃত্তি, নাচ-যে যেটা পছন্দ করে সেটাই করতে উদ্বুদ্ধ করতে হবে। ওদেরকে আদর-ভালোবাসা দিয়ে বড় করতে হবে। সবসময় আমাদের পাশাপাশি রাখতে হবে, কখনো দূরে সরিয়ে রাখা যাবে না। 
  উল্লেখ্য, এর আগে রাজবাড়ী প্রত্যয় স্কুলের অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে ২দিনব্যাপী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ