ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে গোয়ালন্দে আলোচনা-নৌ র‌্যালী
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৩-৩১ ১৭:২৪:০৩

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে ‘ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ’-প্রতিপাদ্যকে সামনে রেখে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত রাজবাড়ী জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে গতকাল ৩১শে মার্চ সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ১নং ফেরী ঘাটে আলোচনা সভা এবং পদ্মী নদীতে নৌ র‌্যালী অনুষ্ঠিত হয়। 
  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হকের সভাপতিত্বে এবং সদর উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজীবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার টিপু সুলতান, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান তোফায়েল হোসেন, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, গোয়ালন্দ বাজারের মৎস্য ব্যবসায়ী বাদল বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। 
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজকের জাটকাই আগামী দিনের ইলিশ। তাই জাটকা সংরক্ষণের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। বর্তমান প্রেক্ষাপটে জাটকা সংরক্ষণ সপ্তাহ বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি নিষিদ্ধকালীন সময়ে জাটকা না ধরার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান। 
  আলোচনা সভার শেষে পদ্মা নদীতে নৌ র‌্যালী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিগণ ও জেলেরা এতে অংশগ্রহণ করেন। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ