মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীর পাংশায় স্বাধীনতা ও বঙ্গবন্ধু শীর্ষক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
পাংশা-কালুখালী সাহিত্য পরিষদের আয়োজনে গত ৩১শে মার্চ বিকালে পাংশার এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে এই কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। পাংশা-কালুখালী সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে এবং অধ্যাপক হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া এবং প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি মোল্লা মাজেদ। কবিতা পাঠ করেন কবি ফিরোজ হায়দার, শেখ মোহাম্মাদ সবুর উদ্দিন, শেখ এবাদত আলী, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, শেখ মুন্নু, রোকেয়া রহিম, সন্ধ্যা রাণী কুন্ডু, সুমি খন্দকার, সরজিৎ বিষ্ণু শ্যাম, ফিরোজ মোক্তার, জালাল উদ্দিন, দেবাশীষ কুন্ডু প্রমুখ।