রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ায় চিত্রনায়িকা রোজিনার নির্মিত দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১লা এপ্রিল জুম্মার নামাজের পূর্বে দোয়া-মোনাজাতের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয়। এ সময় চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সাবেক মেয়র শেখ মোঃ নিজাম, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইউনুস মোল্লা, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চিত্রনায়িকা রোজিনা বলেন, এটা আমার নানা বাড়ী। শৈশব-কৈশোরের অনেকটা সময় কেটেছে এখানে। তবে ব্যস্ততার জন্য এখন নিয়মিত আসা হয় না। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে একটা মসজিদ করার। অবশেষে ইচ্ছাটা পূরণ হলো। এখানে একটা চক্ষু হাসপাতাল করার চিন্তাও আছে। সবার সহযোগিতা পেলে সেটির কাজও শুরু করবো।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, রোজিনা এখানে এত সুন্দর মসজিদটি নির্মাণ করেছে-দেখে ভালো লাগলো। আসলেই এটা ভালো কাজ। রোজিনা খুবই ভালো মনের মানুষ। আমরা একত্রে অনেকগুলো সিনেমায় কাজ করেছি। আল্লাহ্র কাছে দোয়া করি রোজিনার মতো সবাই যেন তৌফিক অনুযায়ী ইসলামের পথে সহযোগীতা করে।
সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, স্থানীয় বাসিন্দাদের জন্য আজ একটা আনন্দের দিন। চিত্রনায়িকা রোজিনা রাজবাড়ীর একজন কৃতি সন্তান। তার ইচ্ছা ছিল এখানে একটা দৃষ্টিনন্দন মসজিদ বানানোর, তিনি তা করেছেন। আমি তার জন্য দোয়া করি, তিনি যেন গোয়ালন্দ ও রাজবাড়ীবাসীর জন্য আরও কাজ করতে পারেন।
উল্লেখ্য, চিত্রনায়িকা রোজিনা তার মায়ের নামে প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে তুরস্কের স্থাপত্যশৈলীতে দশ গম্বুজ বিশিষ্ট ‘খাদিজা জামে মসজি’টি নির্মাণ করেছেন।