র্যাবের অভিযানে ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন ভাঙ্গা-মাওয়া হাইওয়ের বগাইল টোল প্লাজা এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ ১টি প্রাইভেট কার আটক এবং ২জন মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১লা মার্চ সন্ধ্যায় র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল বগাইল টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাঁজাভর্তি প্রাইভেট কারটি আটক ও তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-কুষ্টিয়া জেলার সদর উপজেলার মঙ্গলবাড়ী বাজার এলাকার মৃত রেজাউল করিমের ছেলে সাজেদুল করিম ওরফে উজ্জ্বল(৪৩) এবং একই জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের আছান মালিতার ছেলে আশিকুর রহমান মালিথা ওরফে আশিক(২১)। পরে র্যাব তাদেরকে ভাঙ্গা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।