প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ বৃদ্ধি ও কর্মসংস্থানের দাবীতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
প্রতিবন্ধীদের ৩টি সংগঠনের (গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, রাজবাড়ী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও সামাজিক কল্যাণ মানবিক সংস্থা) যৌথ উদ্যোগে গতকাল ২রা এপ্রিল দুপুরে দৌলতদিয়ার ১ নং ফেরী ঘাট এলাকায় এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ, সাধারণ সম্পাদক মোন্নাব শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক সিদ্দিক সরদার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য মাজেদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় প্রতিবন্ধীদের সংগঠন ৩টির সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মানববন্ধন চলাকালে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা উজ্জ্বল হোসেন বাবু, মতিয়ার রহমান ও নিলু মন্ডল প্রমুখ উপস্থিত হয়ে প্রতিবন্ধীদের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী প্রতিবন্ধীরা সরকারী মাসিক ভাতা ২হাজার টাকা করা এবং কর্মস্থানের দাবী জানান।