ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি ও কর্মসংস্থানের দাবীতে দৌলতদিয়ায় মানববন্ধন পালন
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৪-০২ ১৫:৩৭:৩৮

প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ বৃদ্ধি ও কর্মসংস্থানের দাবীতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

  প্রতিবন্ধীদের ৩টি সংগঠনের (গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, রাজবাড়ী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও সামাজিক কল্যাণ মানবিক সংস্থা) যৌথ উদ্যোগে গতকাল ২রা এপ্রিল দুপুরে দৌলতদিয়ার ১ নং ফেরী ঘাট এলাকায় এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। 

  মানববন্ধন চলাকালে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ, সাধারণ সম্পাদক মোন্নাব শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক সিদ্দিক সরদার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য মাজেদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় প্রতিবন্ধীদের সংগঠন ৩টির সদস্যরা উপস্থিত ছিলেন। 

  এছাড়াও মানববন্ধন চলাকালে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা উজ্জ্বল হোসেন বাবু, মতিয়ার রহমান ও নিলু মন্ডল প্রমুখ উপস্থিত হয়ে প্রতিবন্ধীদের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন। 

  মানববন্ধনে অংশগ্রহণকারী প্রতিবন্ধীরা সরকারী মাসিক ভাতা ২হাজার টাকা করা এবং কর্মস্থানের দাবী জানান। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ