ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৪-০২ ১৫:৪৫:২৬

ইসলামিক ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম বাছাইয়ের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন এবং মসজিদের খতিব, ইমাম ও আলেম-ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

  গতকাল ২রা এপ্রিল সকালে রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলন ও কর্মশালার আয়োজন করা হয়। 

  ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, আলোচক হিসেবে ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির ও অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন। 

  পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা কারাগার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোঃ আবুল বাশার। হামদ-নাত পরিবেশন করেন কালুখালীর আড়পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রইচ উদ্দিন। 

 দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভবাণীপুর দারুসসুুন্নাহ কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা আবু সাঈদ তায়্যেবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন।  

  উল্লেখ্য, ইমাম সম্মেলনে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইমামদের মধ্যে কালুখালীর আড়পাড়া জামে মসজিদের ইমাম মোঃ রইচ উদ্দিন প্রথম, সদর উপজেলার সুলতানপুর আলহেরা(হাফেজ বাড়ী) জামে মসজিদের ইমাম আবু সাঈদ দ্বিতীয় এবং চরনারায়ণপুর স্লুইচগেট ঈদগাহ জামে মসজিদের ইমাম ইমরুল কায়েস তৃতীয় হন। অতিথিরা তাদের হাতে সনদপত্র তুলে দেন। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ