‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে মহামারী করোনা মোকাবেলায় মানবিক কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৪শে জুলাই তারা যশোর অঞ্চলের জেলাগুলোর বিভিন্ন স্থানে দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ, প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের উন্নত জাতের বীজ বিতরণ, চিকিৎসা সহায়তা, গণপরিবহন চলাচল মনিটরিং, ঈদকে সামনে রেখে মার্কেট/শপিংমল ও কোরবানীর পশুর হাটে অতিরিক্ত জনসমাগম এড়ানোর নজরদারী ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। এর পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী সাতক্ষীরার হাজরাখালী ও খুলনার রতনা পয়েন্টে বেড়ী বাঁধ মেরামত দ্রুত গতিতে এগিয়ে নেয়া, দুর্গত এলাকার মানুষের মধ্যে ত্রাণ, ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।