ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে গত ২৪ ঘণ্টায় ৪২জন হাসপাতালে ভর্তি
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২২-০৪-১০ ১৪:৫৮:৪০

রাজবাড়ীতে হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪২জন রোগী জেলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে।
  গতকাল ১০ই এপ্রিল বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে সীট না পাওয়া অনেক রোগী মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে। ভিতরে কোন জায়গা না থাকায় ১ জন রোগীকে ওয়ার্ডের বাইরে গাছতলায় চিকিৎসা (স্যালাইন) দেয়া হচ্ছে। 
 রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তিকৃত ডায়রিয়া রোগীদের বাইরে চলতি মাসে এ পর্যন্ত প্রায় ২শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। যা গত ২৪ ঘণ্টায় বিগত দিনের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। হঠাৎ এত ডায়রিয়ার রোগী একসাথে হাসপাতালে ভর্তি হওয়ায় কর্তৃপক্ষকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। 
  এ প্রসঙ্গে রাজবাড়ী সদর হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নিয়াজ আহম্মেদ জানান, গরমসহ অসতর্কতার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ডায়রিয়া এড়াতে তিনি ভালোভাবে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও নিরাপদ পানি পান করার উপর গুরুত্ব আরোপ করেন। 

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ