রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কাকিলাদাইর গ্রামের অসহায় বৃদ্ধ দম্পতি আকবর আলী বেপারী(৯০) ও রিজিয়া খাতুন(৭৫) এর শেষ চাওয়া ছিল ভালো একটি ঘরে থাকার।
ভাঙ্গাচোরা কুটিরে বসবাসকারী এ দম্পতির শেষ চাওয়ার বিষয়ে ২০২১ সালের ২রা সেপ্টেম্বর দৈনিক মাতৃকণ্ঠে ‘মৃত্যুর আগে হতদরিদ্র প্রবীণ দম্পতি ভালো ঘরে থাকতে চায়’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা তৎকালীন জেলা প্রশাসক দিলসাদ বেগমের নজরে আসে। তার হস্তক্ষেপে দ্রুতই লক্ষাধিক টাকা ব্যয়ে তাদেরকে একটি ফ্লোর পাকা চারচালা ঘর নির্মাণ করে দেয় সদর উপজেলা প্রশাসন। ঘর হস্তান্তরের বিষয়ে গত ২৪শে অক্টোবর দৈনিক মাতৃকণ্ঠে “অসহায় সেই প্রবীণ দম্পতির শেষ ইচ্ছা পূরণ করলো রাজবাড়ীর জেলা প্রশাসক” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু সেই ঘরে বেশী দিন বসবাস করা হলো না অসহায় বৃদ্ধ আকবর আলী বেপারীর। গতকাল ১১ই এপ্রিল বেলা ১২টার দিকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শয্যাশায়ী অবস্থায় তিনি তার সেই স্বপ্নের ঘরেই মৃত্যুবরণ করেন।
গতকাল সোমবার সন্ধ্যায় (বাদ মাগরিব) জানাযার নামাজ শেষে তার মরদেহ চরনারায়ণপুর স্লুইচগেট সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, প্রবীণ মোঃ আকবর আলী বেপারী একসময় কৃষি শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালালেও প্রায় ৩বছর যাবত বয়সের ভারে ও নানা রোগে সেই কাজ করতে তিনি আর পারছে না। বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছে। তাদের কোন ছেলে সন্তান নেই। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় স্বামীর বাড়িতে থাকে। পরিবারে কর্মজীবি কেউ না থাকায় প্রতিবেশীদের দয়ায় তাদের মানবেতর জীবন চলছিল। এর মধ্যেও শেষ ইচ্ছার ঘরটি পেয়ে তারা খুব খুশী হয়েছিল।