ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
রাজবাড়ীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুইটি খাবার হোটেল ও আইসক্রিম ফ্যাক্টরীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-১৭ ১৪:৪৩:০০

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে গতকাল ১৭ই এপ্রিল দুপুরে বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। 

  অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে রাজবাড়ীর মাছ বাজার এলাকার আরজুর হোটেলকে ৩হাজার টাকা, ধুঞ্চি আটাশ কলোনীর রাতুলের হোটেলকে ৫শত টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও যথাযথভাবে মোড়কবিধি অনুসরণ না করায় বিনোদপুর মৌলভীর ঘাট এলাকার মোহনা আইসক্রিম ফ্যাক্টরীকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। 

  জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা অভিযানে সহযোগিতা করেন।   

রাজবাড়ী সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের পদযাত্রা-সমাবেশ অনুষ্ঠিত
রাজবাড়ী সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের পদযাত্রা-সমাবেশ অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে পাট্টা ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ