ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
ওয়াশিংটনস্থ বাংলাদেশের দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-১৮ ১৪:৩৩:০২

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনস্থ বাংলাদেশের দূতাবাসের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। 
  এ উপলক্ষ্যে গত ১৭ই এপ্রিল যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শহিদুল ইসলাম কর্তৃক দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণারে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচীর শুরু হয়। 
  এরপর দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। 
  আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত মোঃ শহিদুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য একটি দিন এবং বাঙালী জাতির বীরত্বের প্রতীক। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয়। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধে নেতৃত্বদানের ক্ষেত্রে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করেছে এবং স্বাধীন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মতামতকে সুসংহত করেছে।
  আলোচনায় আরও অংশ নেন দূতাবাসের ডেপুটি চীফ অব দ্য মিশন ফেরদৌসি শাহরিয়ার, মিনিস্টার (ইকোনোমিক) মেহেদি হাসান এবং কাউন্সিলর (পাবলিক ডিপ্লোমেসি) আরিফা রহমান রুমা। 
  এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাতের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
সর্বশেষ সংবাদ